করোনায় আক্রান্ত হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তা

|

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি নিজেই এক বিবৃতিতে এ তথ্য জানান।

রোববার (৩১ অক্টোবর) দেয়া বিবৃতিতে সাকি জানান, সম্প্রতি তার পরিবারের কয়েকজনের শরীরে করোনা শনাক্ত হয়। এর জের ধরে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ইউরোপ সফরে অংশ নেননি তিনি। এমনকি গেল বুধবারের পর হোয়াইট হাউজের কারও সাথে সাক্ষাৎ করেননি তিনি। স্বাস্থ্য পরীক্ষার পর রোববার তার শরীরে করোনা শনাক্ত হয়।

গত মঙ্গলবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেন তিনি। তবে ওই বৈঠকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হয় বলেও নিশ্চিত করেন জেন সাকি। চিকিৎসকদের পরামর্শে ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।

হোয়াইট হাউজের শীর্ষ এ কর্মকর্তা ১০ দিনের কোয়ারেন্টাইন শেষে কাজে ফিরবেন যদি করোনা নেগেটিভ রিপোর্ট আসে। সাকির বদলে ইউরোপে জো বাইডেনের সফরসঙ্গী হয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি কেরিন জেন পিয়্যেরে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply