নীলফামারীর ডোমারে চলছে ভোটগ্রহণ

|

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে নীলফামারীর ডোমার পৌরসভায় ইভিএম’র মাধ্যমে চলছে ভোটগ্রহণ। ৯টি কেন্দ্রেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষা করছেন পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার।

এদিকে প্রতিটি কেন্দ্রেই পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। এ পর্যন্ত কোনো কেন্দ্রেই কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২জন আর সংরক্ষিত সদস্য পদে ১১জন ভোটযুদ্ধে নেমেছেন। ৯টি কেন্দ্রের ৫১টি বুথে ইভিএমে মোট ১৩ হাজার ৫৪০জন ভোটারের মধ্যে ৬হাজার ৬৬৭ জন পুরুষ ও ৬হাজার ৮৭৩জন নারী ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট চলবে বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমান আদালতসহ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এজন্য রাখা হয়েছে ৫স্তরের বিশেষ নিরাপত্তাব্যবস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply