‘ক্ষমতার পট পরিবর্তনের ভয়ে সচিবালয় থেকে ফাইল চুরি’

|

রুহুল কবির রিজভী আহমেদ। ফাইল ছবি।

সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতার পট পরিবর্তনের ভয়ে সচিবালয় থেকে ফাইল চুরির ঘটনা ঘটানো হচ্ছে। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

মঙ্গলবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁতী দল আয়োজিত মানববন্ধনে এমন অভিযোগ করেন তিনি। এসময় তিনি নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন। রিজভী বলেন, নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় সবকিছু সরকারের নিয়ন্ত্রণের বাইরে বলেও জানান তিনি।

রিজভী অভিযোগ করেন, সরকারের মদদপুষ্ট সিন্ডিকেটের জন্য নিত্যপণ্যের দাম বাড়ছে। আর এই কারণেই সরকার কোনো পদক্ষেপ নিতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply