টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বিকাল চারটায়। ম্যাচের একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ, অপরিবর্তিত স্কোয়াড নিয়ে নামছে প্রোটিয়ারা।
ইনজুরির কারণে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে বিশ্বকাপে অভিষেক হচ্ছে শামীম হোসেন পাটোয়ারির। এছাড়াও মোস্তাফিজের পরিবর্তে দলে জায়গা পেয়েছে নাসুম আহমেদ।
টসের পর মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, হেরে যাওয়ার ম্যাচ তিনটির মধ্যে দুইটিতেই জয়ের কাছাকাছি গিয়েছিলাম। বাকি ম্যাচগুলো আমরা নিজেদের সম্মানের জন্য খেলব।
প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, আগে যেসব উইকেটে খেলেছি সেগুলোর চেয়ে এই উইকেটটি আলাদা মনে হচ্ছে। এই উইকেট পেসারদের জন্য সহায়ক হবে।
সুপার টুয়েলভে তিন ম্যাচের দু’টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আজ জয় পেলে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথ মসৃণ হবে প্রোটিয়াদের। অন্যদিকে, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ মিশন প্রায়ই শেষ বাংলাদেশের।
চলতি বিশ্বকাপ থেকে পাওয়ার কিছু নেই মাহমুদউল্লাহদের সামনে। তবুও আজ প্রোটিয়াদের হারিয়ে সুপার টুয়েলভে জয়ের খাতা খুলতে চান টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়বার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে একটিতেও জিতেনি বাংলাদেশ। এবারের বিশ্বকাপে তাদের হারিয়ে জয়ের খাতা খোলার ফন্দি আঁটছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাইম, লিটন দাস (উইকেটরক্ষক), শামীম হোসেন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকার একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিকস, এইডেন মার্করাম, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও কেশব মহারাজ।
Leave a reply