মহামারির দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট। হল খুলে দেয়া হবে ১০ নভেম্বর। আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সাতটি হল প্রস্তুত করা হচ্ছে। হলে উঠতে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেয়া থাকতে হবে।
প্রতি রুমে শিক্ষার্থীদের জন্য বসছে খাট-শয্যা। দেয়ালে শেলফ। জানালায় নতুন পর্দা। প্রয়োজনে রুমে বসেই ক্লাসে যোগদান করতে প্রত্যেক শিক্ষার্থীকে শয্যার পাশেই উচ্চগতির ইন্টারনেট ব্রডব্যান্ড লাইন।
ড. ইফতেখার আহমেদ খান বলেন, বুয়েটের প্রায় ৮২ শতাংশ শিক্ষার্থী করোনার টিকা নিয়েছেন। সংশ্লিষ্টরা আশা করছেন শিগগিরই শতভাগ টিকা নিশ্চিত হবে। নতুন কোনো জটিলতা হবে না জানিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন তিনি।
২০১৯ সালের মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বন্ধ হয়ে যায় আবাসিক হলসহ বুয়েট ক্যাম্পাস। এ সময় অনলাইনে অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়। সংক্রমণের হার কমে আসায় এ মাস থেকে অধিকাংশ বিশ্ববিদ্যালয় খুলেছে।
ইউএইচ/
Leave a reply