ফেসিয়াল রিকগনিশন বা চেহারা শনাক্তকারী অ্যাপ বন্ধ করতে যাচ্ছে ফেসবুক। মঙ্গলবার নিজস্ব ব্লগ পোস্টে এ ঘোষণা দিলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
অ্যাপটির সাহায্যে ছবি-ভিডিওর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে শনাক্ত করা হতো। কিন্তু প্রযুক্তিটি নিয়ে চলমান উদ্বেগ-সমালোচনার মধ্যে তা বন্ধের ঘোষণা দিলো ফেসবুক ইনকরপোরেশন বা মেটা।
ফেসবুক জানায়, পদ্ধতিটি নিয়ন্ত্রণের সুস্পষ্ট নীতিমালা গ্রহণ করা হচ্ছে। যা আগামী মাস থেকেই সারা বিশ্বে কার্যকর হবে। ডাটাবেজ থেকে মুছে দেয়া হবে ১০০ কোটিরও বেশি ব্যবহারকারীর ফেসপ্রিন্ট।
নিরাপত্তার স্বার্থে চেহারা শনাক্তকরণ প্রযুক্তিটি হাসপাতাল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছে জনপ্রিয়তা পেয়েছিলো। কিন্তু অপব্যবহার নিয়ে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা এবং আইনপ্রণেতাদের কঠোর সমালোচনায় পড়ে ফেসবুক।
ইউএইচ/
Leave a reply