রফতানিতে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ

|

পণ্য রফতানিতে নতুন রেকর্ড দেখলো বাংলাদেশ। গত অক্টোবরে আগের বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে ৬০ শতাংশের বেশি। মোট ৪৭৩ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে বিভিন্ন দেশে। দেশের রফতানি ইতিহাসে কোনো একক মাসে এত বেশি পরিমাণে রফতানি এর আগে কখনও হয়নি, হয়নি এত বেশি প্রবৃদ্ধিও।

রফতানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদন থেকে রফতানি আয়ের এই তথ্য জানা গেছে। উদ্যোক্তাদের আশা, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। তাদের যুক্তি হচ্ছে, তুলার দরের অস্থিরতা বাদ দিলে হাতে পর্যাপ্ত রফতানি আদেশ রয়েছে। তুলার দরের অস্থিরতায় কোনো কোনো ক্ষেত্রে ক্রেতাদের সাথে দরকষাকষিতে কিছুটা সমস্যা হচ্ছে।

পোশাকের কাঁচামাল ও রাসায়নিকেরও দর বেড়েছে। প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে সার্বিক রফতানি বেড়েছে প্রায় ২৩ শতাংশ। চার মাসে এক হাজার ৫৭৫ কোটি ডলারের রফতানি হয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯১ কোটি ডলার বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply