নেপালে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদা সুলতানের স্ত্রী আফসানা খানম এখনো আশঙ্কাজনক অবস্থায় আছে বলে জানিয়েছেন জাতীয় নিউরোসায়েন্স হাসপাতাল এর যুগ্ম পরিচালক অধ্যাপক ডাক্তার মো: বদরুল আলম।
আফসানা খানম আইসিইউতে আছেন। চিকিৎসক জানান স্ট্রোক এর কারণে তার মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জ্ঞান ফিরতে কতদিন সময় লাগবে সে বিষয়ে কিছু বোঝা যাচ্ছে না বলে জানান চিকিৎসক।
গতকাল সকালে হাসপাতালে ভর্তি হন আফসানা খানম। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তার মাথায় অস্ত্রপচার করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় আজ সকালে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানান অধ্যাপক বদরুল আলম।
ক্যাপ্টেন আবিদ সুলতান নেপালে অবতরণের সময় বিমান বিধ্বস্ত হওয়ার পরদিন কাঠমান্ডুর একটি হাসপাতালে মারা যান। তিনি একসময় বিমান বাহিনীর পাইলট ছিলেন।
Leave a reply