সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে চারজন নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, বুধবার (৩ নভেম্বর) সকালে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলায় হতাহত ছাড়াও বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে। তবে এ বিষয়ে এখনও ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে শনিবারও (৩০ অক্টোবর) ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। তবে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী তা প্রতিহত করে। গত ১৪ই অক্টোবর ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার ৯ জন সরকারি কর্মকর্তা নিহত হন। ওই হামলার কয়েকদিন আগেই সিরিয়া অভিযোগ করেছিল যে, দেশটির দক্ষিণাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েল।
প্রসঙ্গত, সিরিয়ায় ইরানি সেনার উপস্থিতির জেরে বছরজুড়ে শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল।
Leave a reply