Site icon Jamuna Television

পর্নোগ্রাফি কাণ্ডের পর এবার সোশ্যাল মিডিয়া থেকে বিদায় রাজ কুন্দ্রার

ছবি: সংগৃহীত।

ইনস্টাগ্রাম ও টুইটার থেকে অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। গত জুলাই মাসে পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার হন রাজ। সেপ্টেম্বরে জামিন মঞ্জুর হয় তার। কিন্তু পর্নকাণ্ডে নাম জড়ানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় চুপ করে যান তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

এর আগে, রাজ কুন্দ্রার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ছিল যথেষ্ট সক্রিয়। নানা রকমের ভিডিও দেয়া থেকে শুরু করে সপরিবার ছুটি কাটানোর ছবিও পোস্ট করতেন। কিন্তু গত তিন-চার মাস ধরে কোনো পোস্টই ছিল না তার।

অন্য দিকে, শিল্পা এখনও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। দীপাবলি উপলক্ষে ছেলে ভিয়ানের সাথে কেনাকাটা করতেও বেরিয়েছেন তিনি। শিল্পার পোস্টে থাকছে না রাজের ছবি বা তাকে ঘিরে কোনো মন্তব্য। এরই মধ্যে রাজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করায় ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা। রাজ-শিল্পার সম্পর্কের এত অবনতি মেনে নিতে পারছেন না তারা।

Exit mobile version