তালাবদ্ধ বাড়ি থেকে ১৮ দিন আগে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার

|

ছবি: সংগৃহীত

উদ্ধার হলো অস্ট্রেলিয়ার ১৮ দিন আগে হারিয়ে যাওয়া শিশু ক্লিও। বুধবার (৩ নভেম্বর) রুদ্ধশ্বাস অভিযান শেষে উপকূলীয় এলাকা কার্নাভোন থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরিত্যক্ত বাড়িতে তালাবদ্ধ অবস্থায় সন্ধান মেলে তার। পাশাপাশি গ্রেফতার করা হয় সন্দেহভাজন অপহরণকারীকে। শিশু উদ্ধারের ঘটনায় পুলিশ বাহিনীর প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ক্লিও বাড়িতে ফিরে এসেছে, ভালো আছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। প্রত্যেক বাবা মায়ের কাছে এমন ঘটনা ভয়াবহ দুঃস্বপ্নের মত। গোটা অস্ট্রেলিয়ার সব মানুষ পুলিশ বাহিনীর দিকে তাকিয়ে ছিল। তাদের প্রতি কৃতজ্ঞতা, যে তারা ক্লিও’কে অক্ষতভাবে উদ্ধার করেছেন।

ক্লিওর সন্ধান পাওয়ায় উচ্ছ্বসিত এলাকাবাসীও। এক স্থানীয় বাসিন্দা বলেন, ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে যেন মেঘ কেটে গেছে। গত দু’ সপ্তাহ ধরে সবার মন খারাপ ছিল। শহরজুড়ে আজ উৎসবের আমেজ। আরেকজন বাসিন্দা জানান, ১৬-১৭ বছর ধরে এখানে আছি। বাচ্চারা সবাই বাইরে খেলে বেড়ায়। আমাদের বাড়িতেও বাচ্চা আছে। তারাও বাইরে খেলাধুলা করে। কিন্তু কখনও এমন ঘটনার কথা শুনিনি।

১৮ দিন আগে বাবা-মা আর বোনের সাথে কার্নাভোনের সমুদ্রতীরে বেড়াতে যায় ক্লিও। সেখানে পুরো পরিবারের সাথে তাবুতে ছিল সে। তাবুর আলাদা অংশে ছিল ছিল ক্লিও আর তার বোন। সকালে বোন তাবুতে থাকলেও, খুঁজে পাওয়া যায়নি ক্লিওকে। এ ঘটনা আলোড়ন তোলে গোটা দেশে। তার সন্ধানে প্রথম দিন থেকেই অভিযানে নামে পুলিশ। ১৮ দিন পর সফল হলেন তারা। গ্রেফতার হওয়া ব্যক্তিই শিশুটিকে অপহরণ করেছিল বলে জোরালো ধারণা নিরাপত্তা বাহিনীর। নিশ্চিত হতে চলছে তদন্ত। অপহরণের কারণ জানতেও চেষ্টা করছে পুলিশ।

অস্ট্রেলিয়ার পশ্চিম জোনের পুলিশ কমিশনার জোনক্রিস ডসন বলেন, ছোট্ট শিশুটি আর তার পরিবারের জন্য অসাধারণ একটি দিন। শুধু পরিবারের সদস্যরাই নয়, অস্ট্রেলিয়ার সব নাগরিকের জন্য দিনটি আনন্দের। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও আমরা হাল ছাড়িনি; ঠিক ক্লিও’র বাবা-মায়ের মতই। তাকে খুঁজে পাবার আশায় অভিযান চালিয়ে গিয়েছি।

গেলো দুই সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার আলোচিত ইস্যু হয়ে ওঠে ক্লিও’র হারিয়ে যাবার এ ঘটনা। তার সন্ধানে ১০ লাখ অস্ট্রেলীয় ডলার পুরস্কার ঘোষণাও করেছিল পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply