মুন্সিগঞ্জ প্রতিনিধিছ
মুন্সিগঞ্জে অধীনস্থ শিক্ষিকাদের যৌন হয়রানি ও সহকর্মীদের সাথে অশোভন আচরণের অভিযোগে নুর মোহাম্মদ নামের এক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত নুর মোহাম্মদ সদর উপজেলার চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আজ বুধবার (৩ নভেম্বর) প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।
আদেশে বলা হয়, অধীনস্থ শিক্ষিকাদের যৌন হয়রানি ও অশোভন আচরণের অভিযোগের প্রেক্ষিতে, সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ এর অনুচ্ছেদ (খ)- অসদাচরণ ও (ঘ) দূর্নীতি পরায়ণ বিধি অনুযায়ী অভিযুক্ত হওয়ায় বিধি-১২ (১) মোতাবেক ৩ নভেম্বর ২০২১তারিখ হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত হওয়া অবস্থায় বর্ণিত প্রধান শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সংযুক্ত করা হয়েছে। সেখানে তিনি প্রতিদিন আলাদা হাজিরা খাতায় স্বাক্ষর দেবেন। বরখাস্তকালীন সময়ে তিনি খোরাকিভাতা পাবেন, তবে কোন ছুটি পাবেন না।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূঁইয়া বলেন, অভিযোগ প্রমানিত হওয়ায় ওই প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তা তদন্ত রিপোর্ট উর্ধ্বতন কর্তৃপক্ষে পাঠানো হয়েছিলো। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a reply