মুন্সিগঞ্জ প্রতিনিধি:
যাত্রীদের সুবিধার্থে শিমুলিয়া- বাংলাবাজার ও শিমুলিয়া- মাজিরকান্দি নৌরুটে লঞ্চ চলাচলের সময় দেড় ঘণ্টা বাড়ানো হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে এখন থেকে নৌরুটে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে লঞ্চ।
বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী নির্দেশনা না দেয়া পর্যন্ত ও আদেশ জারি থাকবো।
বিআইডাব্লিউটিএ শিমুলিয়া নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল বৃহস্পতিবার (৪নভেম্বর) থেকে দুই নৌরুটে রাত ৮টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে। মাঝে কয়েকমাস স্রোতের গতি বৃদ্ধি পাওয়ায় দূর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল।
প্রসঙ্গত, বর্তমানে দুই নৌরুটে মোট ৮৭টি লঞ্চ রয়েছে। এরমধ্যে শিমুলিয়া-মাজিরকান্দি ২০টি ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৬৭টি লঞ্চ চলাচল করেছে।
Leave a reply