নিহত ২৩ বাংলাদেশির মরদেহ নিয়ে দেশের পথে বিমান

|

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৩ বাংলাদেশির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট মরদেহ নিয়ে ত্রিভুবন বিমানবন্দর থেকে যাত্রা করেছে। বিকালে নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের জানাজা হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে।

এর আগে ২৩ বাংলাদেশির জানাজা হয় কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সামনে। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ থেকে যাওয়া স্বজনরা জানাজায় অংশ নেন। এরপর দেশে আনার জন্য মরদেহগুলো বিমানবন্দরে নেয়া হয়। লাশ শনাক্তে কাঠমান্ডু যাওয়া স্বজনদের নিয়ে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটটি আহত দুইজনসহ নেপাল থেকে ঢাকার উদ্দেশে রওনা করেছে।

শনাক্ত হওয়া ২৩টি মরদেহ সকালে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করে কাঠমান্ডুর টিচিং হাসপাতাল। এদিকে, শনাক্ত হলেও প্রথম পর্যায়ে দেশে আনা সম্ভব হচ্ছে না রাজশাহীর নজরুল ইসলামের লাশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply