Site icon Jamuna Television

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২২

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের জম্মু কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ২২ জন নিহত হয়েছেন। এতে অন্তত আটজন আহত হয়েছেন। বাসটি সুধনোতি জেলা থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল।

বুধবার (৩ নভেম্বর) পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে জানা যায়, ৪০ আসনের কোস্টারটি বালোচ থেকে যাত্রা শুরু করেছিল। ৭ কিলোমিটার যাওয়ার পরে এতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। পরে বাসটি প্রথমে রাস্তার বাম দিকে পাহাড়ে আঘাত করে। তারপর হঠাৎ ডানদিকে ঘুরে যায় এবং রাস্তা থেকে ৫০০ মিটারেরও বেশি নিচে পড়ে যায়।

পুঞ্চের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রশিদ নাঈম খান বলেন, দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে কোটলি জেলায় পাঠানো হয়েছে এবং তিনজনকে বালুচে নেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন বালোচ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Exit mobile version