রোহিত শর্মার আউট হবার মাধ্যমে ভাঙলো লোকেশ রাহুলের সাথে তার ১৪০ রানের উদ্বোধনী জুটি। করিম জানাতের বলে এক্সট্রা কাভারে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে থামলো রোহিত শর্মার ৪৭ বলে ৭৪ রানের তাণ্ডব। তারপর গুলবাদিন নায়িবের বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে ফিরেছেন রাহুল। তার সংগ্রহ ৪৮ বলে ৬৯ রান।
বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত। অনেকগুলো সমীকরণ মিলিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা নিজেরাও করছে না বলেই হয়তো রোহিত শর্মা ও লোকেশ রাহুলের চাপমুক্ত ব্যাটে দেখা মিলেছে ভারতের হারানো আত্মবিশ্বাস। আফগানদের সিদ্ধান্তে ব্যাট করতে নেমে আশরাফ-নাভিনদের তুলোধুনো করেই ব্যাট করেছে রোহিত ও রাহুল। রোহিত শর্মার ৮ চার ও ৩ ছয়ের বিপরীতে লোকেশ রাহুল হাঁকিয়েছেন ৬ চার ও ২ ছয়।
রশিদ খানের বল দেখেশুনে খেলে বাকিদের উপর চড়াও হওয়ার পরিকল্পনা ভালোভাবেই কাজে লাগিয়েছেন রোহিত ও রাহুল। তবে রশিদকেও যে ভারতীয় ব্যাটাররা খুব সমীহ করেছেন তা বলা যাচ্ছে না। কারণ এই লেগি ৪ ওভারে দিয়েছেন ৩৬ রান, পাননি কোনো উইকেট।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৬০ রান।
Leave a reply