Site icon Jamuna Television

নীলফামারীতে ট্রাক চাপায় নিহত ৩

প্রতীকী ছবি।

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনালের পাশে রংপুর-দিনাজপুর সড়কে ট্রাক চাপায় মারা গেছেন ৩জন। গুরুতর আহত চাপ্পু হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা সকলেই পরিবহন শ্রমিক। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে দিয়েছে। তবে পালিয়েছে ড্রাইভার।

আজ বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যার পরে বাস টার্মিনাল সংলগ্ন একটি পেট্রোল পাম্প থেকে ট্রাকটি বের হয়ে সড়কে উঠার সময় ৪ জন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৈয়দপুরের জাহাঙ্গীর ভান্ডারী মারা যায়। অপর ৩ জনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কুন্দলের রবিউল ইসলাম ও শাষকান্দরের আলমকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version