ভারতের দেয়া ২১১ রানে পাহাড়সম টার্গেট তাড়া করতে গিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আফগানিস্তান। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ১২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৭০ রান।
রানের লক্ষ্যটা অনেক বড়, এই বিশ্বকাপের সর্বোচ্চ রানই আফগানদের করতে হবে ম্যাচ জিততে। রয়েসয়ে খেলার সুযোগ তাই ছিল না একদমই। মারকুটে ওপেনার মোহাম্মদ শাহজাদ ফিরে যান রানের খাতা খোলার আগেই। মোহাম্মদ শামির জন্য চলতি আসরে ক্ষণিকের সুবাতাস বইয়ে দেয় এই উইকেটটি। অন্যদিকে জাসপ্রিত বুমরা তুলে নেন হযরতুল্লাহ জাজাইয়ের উইকেট। ১৩ রানেই দুই ওপেনারের বিদায়ে আড়স্টহ না হয়ে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেন গুলবাদিন নায়িব ও নাযিবুল্লাহ জাদরান। মোহাম্মদ শামির সুখকে আক্ষরিক অর্থেই ক্ষণিকের বানিয়ে তার ওভারে ২১ রান তোলেন দুই ব্যাটার।
তবে রবীন্দ্র জাদেজাকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে হার্দিক পান্ডিয়ার চমৎকার ক্যাচে সাজঘরে ফেরেন রাহমানুল্লাহ গুরবাজ। আর গুলবাদিন নায়িবকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন চার বছর পর সাদা বলের ক্রিকেটে ফেরা রবীচন্দ্রন অশ্বিন। প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে গিয়ে নাজিব জাদরানকেও বোল্ড করেন এই অভিজ্ঞ অফস্পিনার।
অধিনায়ক মোহাম্মদ নবির সাথে ক্রিজে এখন যোগ দিয়েছেন করিম জানাত। জয়ের জন্য আফগানদের এখনও প্রয়োজন ৪৮ বলে ১৪১ রান।
Leave a reply