‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’, পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমের সাথে কথাটা পুরোপুরি মিলে যায়। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে আছে বাবর আজম ও তার দল পাকিস্তান। একদিকে ব্যাট হাতে একের পর এক ম্যাচ জেতাচ্ছেন। আর অন্যদিকে নেতৃত্ব দিয়ে দলকে ট্রফি জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবার এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেলেন তিনি। সদ্য প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এলেন বাবর আজম।
গত বছর সেপ্টেম্বর থেকে ব্যাটারদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন ইংল্যান্ডের ডেভিড মালান। তাকে সরিয়েই শীর্ষস্থান দখল করলেন বাবর। চলতি বিশ্বকাপে বাবরের এখন পর্যন্ত সংগ্রহ ১৯৮ রান। মালানের থেকে ৩৬ পয়েন্ট এগিয়ে পাক অধিনায়কের সংগ্রহ ৮৩৪ পয়েন্ট। ৭৯৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে এলেন মালান। এমনিতেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ে এক নম্বরেই ছিলেন বাবর। এবারও সেই স্থান ধরে রেখেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভিরাট কোহলি।
চলতি বিশ্বকাপে পরপর চার ম্যাচে চারটিতেই জিতেছে পাকিস্তান। মেগা টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শুরুটা করেছিলো বাবর আজমের দল। এরপর একে একে নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং সবশেষে মঙ্গলবার নামিবিয়াকে হারিয়ে গ্রুপ ২-এর শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। নিশ্চিত হয়ে গিয়েছে সেমিফাইনালের টিকেটও।
অপরদিকে, ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসিকে সরিয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। পরের স্থানগুলোতেও দাপট লেগস্পিনারদের। দুইয়ে আছেন শামসি। এছাড়া তিনে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ, আর চারে রশিদ খান।
এছাড়াও, টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে থাকা সাকিব আল হাসানের স্থানে ভাগ বসালেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। সাকিব ও নবী দু’জনের রেটিং পয়েন্টই ২৭১।
Leave a reply