সব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

জাতীয় পরিচয়পত্র নিয়ে জটিলতার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি।

দ্রুতই দেশের সব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সরকার ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। এই বাহিনীকে যুগোপযোগী করতে যা যা করা প্রয়োজন তার সবই সরকার করবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাহিনীর সদস্যদের আজীবন রেশনের কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তাই তাদের ঝুঁকিভাতা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেক উপজেলায় ফায়ার সার্ভিস স্থাপনের কাজ চলমান রয়েছে। এছাড়াও ফায়ার সার্ভিসের উন্নয়নে ভবিষ্যতে সুযোগ সুবিধা আরো বাড়ানো হবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply