মাটির প্রদীপ জ্বেলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ভারতের উত্তরপ্রদেশের শহর অযোধ্যা। শহরটিতে দীপাবলি উপলক্ষে বুধবার জ্বালানো হয়েছিল মোট ৯ লাখ ৪১ হাজার ৫৫১টি প্রদীপ।
বিশ্বের কোথাও একই স্থানে একই সময়ে জ্বলেনি এত মাটির প্রদীপ। বুধবার গিনেস বুকের দেয়া একটি সার্টিফিকেটসহ এই অর্জনের খবর জানিয়েছে উত্তরপ্রদেশ রাজ্যের তথ্য ও সম্প্রচার দফতর।
সরযুর তীরে অনুষ্ঠানে বুধবার উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ১২ হাজার স্বেচ্ছাসেবক প্রদীপ জ্বালানোর কাজে হাত লাগিয়েছিলেন। সরযু নদীর তীর ছাড়াও শহরের বিভিন্ন অংশেই জ্বালানো হয় প্রদীপ।
এসময়, নদীর ‘রাম কি পেড়ি’ ঘাটে লেজার শোয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় রামায়ণের বিভিন্ন দৃশ্য। সব মিলিয়ে দীপাবলির প্রাক্কালে নতুন রেকর্ডের সাক্ষী হয়ে থাকল হিন্দু বিশ্বাসমতে ভগবান রামের জন্মভূমি অযোধ্যা।
Leave a reply