৩০ নভেম্বরের মধ্যে সেট টপ বক্স না লাগালে দেখা যাবে না স্যাটেলাইট চ্যানেল

|

আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে টিভি ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতির আওতায় আসবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এক গণবিজ্ঞপ্তিতে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা অব্যাহত রাখতে সম্মানিত ডিশ ক্যাবল গ্রাহকগণকে এই সময়ের মধ্যে ক্যাবল/ফিড অপারেটরের সহযোগিতায় এনালগ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল সেট টপ বক্স স্থাপনের জন্য অনুরোধ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেট টপ বক্স স্থাপন না করা হলে ৩০ নভেম্বরের পর ঢাকা ও চট্টগ্রাম শহরে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যাবে না।

প্রসঙ্গত, এ বছর ১ অক্টোবর থেকে টেলিভিশন ব্যবস্থাপনায় বড়সড় পরিবর্তন আনার সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর অবস্থান নেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ওই দিন থেকে বিজ্ঞাপনমুক্ত না হওয়ায় বিদেশি বেশকিছু চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। অবশ্য এই সিদ্ধান্তের ঘোষণা হয়েছিল ২ সেপ্টেম্বরই।

এই সিদ্ধান্ত অনুযায়ী ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচার করতে পারে না বলে ঘোষণা করেন মন্ত্রী। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড করা হবে। ৩০ নভেম্বরের পরে ঢাকা ও চট্টগ্রাম শহরে অ্যানালগ সিস্টেম আর কাজ করবে না। পরে সারাদেশের নেটওয়ার্কিং সিস্টেমই ডিজিটালাইজড করা হবে বলেও জানান মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply