‘সন্ত্রাসীদের বিলিয়ন ডলার দিয়েছে কাতার’

|

UAE state minister for foreign affairs, Anwar Gargash, speaks during a press conference at his office in Dubai on June 24, 2017. / AFP PHOTO / GIUSEPPE CACACE

কাতার সরকার সন্ত্রাসীগোষ্ঠীকে সাত শত মিলিয়ন থেকে এক বিলিয়ন ডলারের অর্থ দিয়েছে বলে অভিযোগ করেছে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী আনওয়ার গারগাশ।

এক টুইট বার্তায় রোববার তিনি এ কথা বলেন। তিনি বলেন, “সমস্যার মূলে রয়েছে চরমপন্থা ও সন্ত্রাসবাদকে সহায়তা।”

গারগাশের দাবি মোতাবেক, সন্ত্রাসীগোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে হেজবুল্লাহ, পপুলার মোবিলাইজেশন ফোর্স, এবং আল-নুসরা।

তিনি আরও বলেন, “প্রমাণের স্তুপের পরও দোহা এই বিষয়টিকে অস্বীকার করতে পারে না।”

যুক্তরাষ্ট্র, পারস্য সহযোগীতা কাউন্সিলভুক্ত (জিসিসি) অপর দেশগুলো, এবং ভারত বিভিন্ন সময়ে কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অর্থ দেওয়ার অভিযোগ করে আসছে।

এ নিয়ে গত বছরের শেষের দিকে সৌদিসহ জিসিসিভুক্ত দেশগুলোর সঙ্গে কাতারের বড় ধরনের কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছিল। শেষ কাতারকে এক ঘরে করতে পারেনি সৌদিসহ অপর দেশগুলো।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply