শ্রীদেবীর শেষকৃত্যে রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে প্রশ্ন

|

শেষকৃত্যানুষ্ঠানে শ্রীদেবীকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছিল, এটি সবাই জানেন। নতুন করে এ নিয়ে প্রশ্ন উঠেছে; শ্রীদেবী কী এমন করেছেন যে তাকে এ মর্যাদা দেওয়া হয়েছে।

রোববার ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকেরে  মুম্বাইয়ে তার সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে এ প্রশ্ন তোলেন।

তিনি অভিযোগ করেন, পিএনবি-নিরব মোদির দুর্নীতির ওপর থেকে জনগণের নজর সরিয়ে নিতে শ্রীদেবীর মৃত্যুর খবরকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছিল।

রাজ ঠাকেরে প্রশ্ন রাখেন, “কেন তার শরীর জাতীয় পতাকায় মোড়ানো হলো? তিনি চমৎকার অভিনেত্রী ছিলেন, কিন্তু দেশের জন্য কী করেছেন।”

তিনি আরও বলেন, “নিরব মোদি’র দুর্নীতি তখন সবচেয়ে আলোচিত বিষয় ছিল, এরই মধ্যে চলে এলো শ্রীদেবীর মৃত্যুর খবর। এতে পুরো মনোযোগটাই সরে যায়। তাকে পতাকায় কেন মোড়ানো হয়েছে? আপনারা বলেন, পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন তাই। এই ব্যর্থতার পুরোটাই মহারাষ্ট্র সরকারের।”

নিরব মোদির খবর পাশ কাটিয়ে শ্রীদেবীর খবর ছাপাতে গণ মাধ্যমের ওপর বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রচন্ড চাপ ছিল বলেও তিনি অভিযোগ করেন।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply