কিউইদের ব্যাটিংয়ে পাঠালো নামিবিয়া

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে নামিবিয়া। এর আগে নিউজিল্যান্ড ও নামিবিয়া কোনো ফরম্যাটেই কখনও একে অপরের বিরুদ্ধে মাঠে নামেনি।

টস জিতে নামিবিয়ার অধিনায়ক জেরার্ড ইরাসমাস বলেন, উইকেট খুব ভালোই মনে হচ্ছে। মাঠের পরিধিও অপেক্ষাকৃত ছোট। আজ একাদশে আসছে দুটি পরিবর্তন। পানিশূন্যতায় ভোগার কারণে ইয়ান ফ্রাইলিঙ্ক থাকছেন না একাদশে। শিকোঙ্গোও থাকছেন একাদশের বাইরে। দলে এসেছেন কার্ল বার্কেনস্টাইন এবং বার্নার্ড শোলজ।

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, চিরাচরিত শারজা পিচের মতোই মনে হচ্ছে। আমরা তাই বোর্ডে ভালো রান জমা করতে চাই। আগের ম্যাচের দলই অপরিবর্তিত থাকছে আজ। লকি ফার্গুসন ভালোভাবেই ফিট হচ্ছে। কিন্তু আজ একাদশের বাইরেই থাকছে সে।

আজকের ম্যাচে নামিবিয়ার পেছনে অদৃশ্য সমর্থন থাকবে হয়তো ১৪০ কোটি মানুষের। নিউজিল্যান্ডের পরাজয় কামনা না করে যে সেমিফাইনালে যেতে পারবে না ভারত!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply