ঘর গোছানোর সময় নেই? জেনে নিন কষ্ট কমানোর উপায়

|

ছবি: সংগৃহীত।

কর্মব্যস্ত জীবনে ঘর গোছানো জন্য আলাদা সময় বের করা বিশ মুশকিল। বিশেষ করে স্বামী-স্ত্রী দু’জনেই চাকরিজীবী হলে, গোজগাজের পেছনে ব্যয় করার মতো কোনো সময়ই পাওয়া যায় না। তবে হাড়ভাঙা খাটুনি খেটে এসে টানটান বিছানায় পিঠ এলিয়ে দিতে কার না ইচ্ছে করে?

আলাদা করে সময় না পেলেও কিছু বিষয় অনুসরণ করলে ঘরবাড়ি খুব বেশি অগোছালো দেখাবে না।

১) খাটের উপর, সোফায় জামা-কাপড় রেখে দেয়ার অভ্যাস থাকে কারও কারও। যত সুন্দর ভাবেই সাজানো থাক না কেনো, সে ঘর অপরিচ্ছন্ন দেখাবেই। ফলে প্রথমেই সরিয়ে ফেলুন বিছানার উপরে জমিয়ে রাখা জামা, বই, কাগজপত্র।

২) খাওয়ার টেবিলের উপরে নানা ধরনের জিনিস জমানোর প্রবণতা রয়েছে? সসের বোতল, ওষুধের পাতায় ভরে থাকে টেবিল? খাওয়ার টেবিল থেকে সে সব সরিয় ফেলুন।

৩) আলমারির মাথায় ফাইলের বোঝা রয়েছে? অনেকেই রাখেন। তার পর ভুলে যান সে জায়গা পরিষ্কার করতে। আগেই সে সব নামিয়ে ফেলুন। আলমারির মাথা খালি করে দিন।

এই কয়েকটি কাজ করে ফেললে দেখবেন আপনার ঘর অনেকটাই পরিচ্ছন্ন দেখাচ্ছে। এর পরে ফুল দিয়ে সাজিয়ে ফেলুন ঘরের কয়েকটি কোণ। ভাই-বোনদের আড্ডার জন্য আধ ঘণ্টায় প্রস্তত হয়ে যাবে গোটা বাড়ি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply