বৃষ্টি কামনায় সৌদির ২৬ হাজার মসজিদে বিশেষ নামাজ

|

ছবি: সংগৃহীত।

বৃষ্টির জন্য মক্কা ও মদিনার ২৬ হাজার মসজিদে একযোগে বিশেষ নামাজ আদায় করেছে মুসল্লিরা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বৃষ্টি চেয়ে ‘সালাতুল ইসতিসকা’ আদায় করা হয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানা যায়, সকালে সূর্যোদয়ের ১৫ মিনিট পর এই নামাজ আদায় করা হয়। সালাতুল ইসতিসকার সবচেয়ে বড় জামাত হয়েছে মসজিদুল হারামে। নামাজে অংশ নেন মক্কার গভর্নর ও সৌদি বাদশার উপদেষ্টা প্রিন্স খালেদ আল ফয়সাল। নামাজে ইমামতি করেন কাবার ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ।

ড. বানদার বালিলাহ বলেন, বর্তমান পরিস্থিতিতে সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ পালন করে মানুষের সাথে সদ্ব্যবহার, নিয়মিত জাকাত আদায়, নামাজ ও জিকিরসহ অন্যান্য নফল আমল বেশি বেশি পালন করতে হবে। তা হলে আল্লাহ মানুষের সব কাজ সহজ করে দেবেন এবং তাদের দুঃখ-কষ্ট দূর করবেন।

সালাতুল ইসতিসকার দ্বিতীয় বড় জামাত হয়েছে মদিনার মসজিদে নববীতে। এখানে নামাজে ইমামতি করেন ড. আবদুল মুহসিন আল কাসিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply