সরকারের পকেট ভারি করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: ফখরুল

|

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

জনগণের পকেট কেটে সরকারের পকেট ভারি করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের সরকার না হওয়ায় এই ধরনের অমানবিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে লুটপাট করতেই সরকার তেলের দাম বাড়িয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে দলের সক্ষমতা বাড়ানোরও পরামর্শ দেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply