পিরোজপুরে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

|

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এ খেলা। খেলা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম।

জানা যায়, নাজিরপুর উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও আ’লীগ নেতা মরহুম আব্দুস ছালাম শেখ’র স্মরণে মাটিভাঙ্গা যুবসমাজের উদ্যোগে মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ মাঠে প্রতি বছর লাঠি খেলা, প্রীতি ফুটবল, ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এর ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় লাঠি খেলা। ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করতে কয়েক হাজার মানুষ মাঠের চারদিকে জমায়েত হয়।

কলেজের অধ্যক্ষ মো. আ: সালামের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ওবায়দুর রহমান প্রমূখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply