জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন: থুনবার্গ

|

গ্রেটা থুনবার্গ। ছবি: সংগৃহীত

জাতিসংঘ আয়োজিত কপ টুয়েন্টি সিক্স জলবায়ু সম্মেলনকে ব্যর্থ বলে আখ্যা দিয়েছেন আলোচিত জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ।

বিশ্ব নেতাদের উদ্দেশে তিনি বলেন, মিথ্যা এবং অবাস্তব প্রতিশ্রুতির কোনো প্রয়োজন নেই। গ্লাসগোতে জলবায়ু সম্মেলনস্থলের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সুইডিশ কিশোরী থুনবার্গ। এসময় কয়েক হাজার জলবায়ুকর্মী গ্রেটার প্রতি সংহতি জানান।

এসময় তিনি বলেন, ক্ষতিকর কার্বনের নিঃসরণ কমানোর দাবি দীর্ঘদিনের। অথচ এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন বিশ্ব নেতারা। এমনকি নেতারা ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার কথাও ভুলে গেছেন বলেও অভিযোগ করা হয়।

ঝুঁকি মোকাবেলায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবার অংশীদারত্ব বাড়ানোর পাশাপাশি আরও দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান গ্রেটা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply