গলে যাচ্ছে গ্রিনল্যান্ডের বরফ!

|

ধীরে ধীরে গলছে উত্তর মেরুর বরফ। জলবায়ুর পরিবর্তনের কারণে কতটা হুমকিতে বিশ্ব? তা জানাতে গ্লাসগোয় জলবায়ু সম্মেলন কেন্দ্রের বাইরে রাখা হয়েছে প্রায় সাড়ে চার টন ওজনের বিশাল আকৃতির বরফ খণ্ড।

অভিনব এই উদ্যোগকে বিশ্বনেতাদের প্রতি পরিবেশবাদীদের প্রতিবাদও বলা যেতে পারে। কেননা তাদের অভিযোগ, গ্রিনল্যান্ড তথা উত্তর মেরুতে গলতে থাকা বরফের প্রভাব যেখানে গোটা বিশ্বেই পড়ছে ও পড়বে, সেখানে বিশ্বনেতারাদের এখনও তেমন মাথাব্যথাই নেই!

উত্তর মেরুর সবচেয়ে বড় অবিচ্ছিন্ন ভূখণ্ড গ্রিনল্যান্ড। শুধু সেখানেই প্রতিবছর গলছে ২৪৭ বিলিয়ন টন বরফ। সেই গ্রিনল্যান্ডেরই একটি বরফখন্ডের ঠাঁই হয়েছে গ্লাসগোর সম্মেলনের বাইরে। উদ্যোগ একটি বেসরকারি প্রতিষ্ঠানের, যার নাম আর্কটিক বেসক্যাম্প।

সংস্থাটির প্রতিষ্ঠাতা গিল হোয়াইটম্যান বলেছেন, এটা স্পষ্ট যে জলবায়ু আসলেই পরিবর্তন হচ্ছে আর এটা মানুষের কারণেই হচ্ছে। এখানে আসা সব প্রতিনিধি সেটা জানেন তবে তারা কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

প্রতি সেকেন্ডে ১৭ মিলিয়ন বোতল পানি গ্রিনল্যান্ডের বরফ খণ্ড থেকে গলে যাচ্ছে- এমন তথ্য দিয়ে গিলমোর হোয়াইট বলেন, বিশ্বনেতাদের জন্য সতর্কবার্তা হিসেবে আমরা গ্রিনল্যান্ড থেকে বরফ গলা পানি এই বোতলে ভরে এখানে নিয়ে এসেছি। এ সংস্থা ছাড়াও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বিশ্বকে রক্ষায় সোচ্চার হয়েছে আরও বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply