Site icon Jamuna Television

উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামছে অস্ট্রেলিয়া। টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

বাংলাদেশের সাথে যে দলটি খেলেছিল অস্ট্রেলিয়ার, সেটিই সম্পূর্ণ অপরিবর্তিতভাবে থাকছে আজ। অন্যদিকে উইন্ডিজ দলে এসেছে একটি পরিবর্তন। পেসার রবি রামপলের পরিবর্তে একাদশে এসেছেন হেইডেন ওয়ালশ।

বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের জন্য আর কিছুই পাওয়ার নেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। শ্রীলঙ্কার কাছে হেরে কাগজে কলমেও সেমিফাইনালে যাওয়ার সকল সম্ভাবনা শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। তবে আবুধাবিতে গ্রুপ এ’র ম্যাচটিতে জয় চাই অস্ট্রেলিয়ার। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সাথে চলছে তাদের সেমিফাইনালে যাওয়ার লড়াই।

Exit mobile version