টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছে গ্রুপ ওয়ানের শীর্ষস্থানে থাকা ইংল্যান্ড।
টস জিতে ইংলিশ অধিনায়ক এউইন মরগ্যান বলেন, চলতি আসরের ম্যাচগুলোর ফলাফলে এটা পরিষ্কার যে রান তারা করে ম্যাচ জেতার সম্ভাবনা এখানে বেশি। কুয়াশার কারণে পরে বল করলে বল গ্রিপ করতে অসুবিধায় পড়তে হয় বোলারদের। একাদশে এসেছে একটি পরিবর্তন। টাইম্যাল মিলসের জায়গায় এসেছেন মার্ক উড।
প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাও টস জিতলে ফিল্ডিং করতেন বলে জানান। তিনি বলেন, প্রথম ব্যাট করে ভালো সংগ্রহ এখানে কঠিন হলেও সেই চেষ্টাই করবো আমরা। দেখা যাক, কত রান করতে পারি আমরা। দক্ষিণ আফ্রিকার একাদশ থাকছে অপরিবর্তিত। বাভুমা আরও বলেন যে, বড় স্কোর করার দিকেই মনোযোগ দেবো। নেট রান রেটের দিকে এখনই আমরা তাকাবো না।
সবকটি ম্যাচ জিতে সেমিফাইনাল একটি জায়গা নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। বাকি একটা জায়গার জন্য লড়াই চলছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার।
Leave a reply