টেক্সাসে কনসার্ট দেখতে এসে ভীড়ের চাপে ৮ জনের মৃত্যু

|

র‍্যাপ গায়ক ট্রেভর স্কট বারবারই দেখছিলেন মঞ্চের সামনে বারবার জটলা পাকছে, অস্বাভাবিক হৈহুল্লোড় হচ্ছে। এজন্য বেশ কয়েকবারই শো বন্ধ করে নিরাপত্তাকর্মীদেরকে কাছে ডেকে নিচ্ছিলেন। কিন্তু তিনিও হয়তো ঘুণাক্ষরেও বুঝতে পারেননি- পরিস্থিতি এতটা বেগতিক হয়ে গেছে ভেতরে ভেতরে।

একটা পর্যায়ে যখন কনসার্ট থামিয়েই দেয়া হলো, আবিষ্কার হলো পদদলিত হওয়াসহ আরও নানাভাবে প্রায় তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। যাদের মধ্যে ৮ জন মারাই গেছেন! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের হিউস্টনে অনুষ্ঠিত অ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভালের উদ্বোধনী রাতে। শনিবার দিবাগত রাতে এনআরজি পার্কের বাইরে এক সংবাদ সম্মেলনে হিউস্টনের দমকল বাহিনীর প্রধান স্যামুয়েল পেনা হতাহতের এই খবর নিশ্চিত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, র‍্যাপার ট্রাভিস স্কটের গান চলার সময় রাত ৯টা বা সোয়া ৯টার দিকে বিপুল সংখ্যক ভক্ত মঞ্চের সামনের দিকে যেতে চাপাচাপি, ধাক্কাধাক্কি শুরু করলে আতঙ্কজনক অবস্থার সৃষ্টি হয়, অনেকেই অজ্ঞান হয়ে পড়েন।

হিউস্টনের দমকল বিভাগ জানায়, তারা যে ১৭ জনকে হাসপাতালে নিয়ে যায়, তার মধ্যে ১১ জনেরই হৃদরোগজনিত সমস্যা দেখা দিয়েছিল। শরীরের বিভিন্ন অংশ কেটে যাওয়া কিংবা আঘাত পাওয়া অন্তত ৩০০ জনকে সঙ্গীত উৎসবস্থলেই বানানো ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

দুইদিনের ঐ সঙ্গীত উৎসবের উদ্বোধনী রাতে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত হয়েছিল বলে জানিয়েছে হিউস্টন ক্রনিকল।উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন বাতিল ঘোষণা করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply