ইউপি নির্বাচনে বিদ্রোহী হওয়ায় দুই আ.লীগ নেতাকে অব্যাহতি

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দুই আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি প্রদান করেছে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগ। রোববার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ইউপি নির্বাচনে হরিপুর ইউনিয়ন পরিষদ থেকে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক মিয়া ও চাপরতলা ইউনিয়ন পরিষদে প্রার্থী হয়েছেন উপজেলা আ.লীগের সদস্য আবদুল হামিদ। এই দুইজন দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক তাদের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করে দলীয় সাধারণ সদস্য থেকেও স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা আ.লীগের কাছে সুপারিশ পাঠিয়েছে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগ।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ রোববার জানান, দলীয় পদবী ব্যবহার করে দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করা যাবে না। তাই উপজেলা আ.লীগ তাদের দলীয় পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply