টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজদের শেষ ম্যাচ খেলতে নেমে ৮ উইকেটে হারে আফগানিস্তান। তবে এ ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান।
ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটের আসরটির চল্লিশতম ম্যাচে আফগানিস্তানের দেয়া ১২৫ রানের টার্গেটে খেলতে নেমে পাওয়ারপ্লেতে এক উইকেট হারালেও দারুণ খেলতে থাকে নিউজিল্যান্ড। তবে এতে বাধ সাধেন রশিদ। নিজের দ্বিতীয় ওভারে এসে ফর্মে থাকা গাপটিলকে বোল্ড করে টি-টোয়েন্টিতে নিজের ৪০০ উইকেট পূর্ণ করেন রশিদ। এই উইকেট সংগ্রহে রশিদে খেলেছেন মোটে ২৮৯টি ম্যাচ। যা ক্রিকেটের ছোট এ আসরটির সবচেয়ে দ্রুততম ঘটনা।
টি-টোয়েন্টিতে বিভিন্ন দেশের লিগে খেলে থাকেন রশিদ। ভারতের আইপিএল ছাড়াও খেলেছেন অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল ও পাকিস্তানের পিএসএলের মত নামকরা টুর্নামেন্টে। খেলেছেন ইংল্যান্ডর কাউন্টি ক্রিকেট ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলেও।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৫৬ ম্যাচ খেলেছেন রশিদ। যেখানে ১২.৭৪ এভারেজে মোট ১০৩ উইকেট নিয়েছেন রশিদ। এছাড়া ৫ টি টেস্ট খেলে ৩৪ উইকেট ও ৭৪ ওয়ানডেতে রশিদের ঝুলিতে আছে ১৪০ উইকেট।
Leave a reply