Site icon Jamuna Television

রানের পাহাড়ের নিচে চাপা পড়ার পথে স্কটিশরা

ছত্রখান হয়ে যাওয়া স্ট্যাম্পের দিকে অসহায় দৃষ্টি কাইল কোয়েটজারের। ছবি: সংগৃহীত

পাকিস্তানের দেয়া ১৯০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথমার্ধেই বিপাকে পড়েছে স্কটল্যান্ড। নিয়মিত উইকেট হারিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত স্কটিশরা সংগ্রহ করেছে ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৭৫ রান।

জর্জ মান্সি এবং অধিনায়ক কাইল কোয়েটজারের উদ্বোধনী জুটিতেই কেবল কিছুটা ভালো সময় কেটেছে স্কটিশদের। শাহিন আফ্রিদি, ইমাদ ওয়াসিমদের মোকাবিলা করে বোর্ডে ২৩ রান তুলে ভেঙে যায় এই জুটি। নিয়মিত বিরতিতে সাজঘরে ফেরেন কাইল কোয়েটজার, ম্যাথু ক্রস, জর্জ মান্সি ও ডিলান বাজ। শেষ দুটি উইকেট নিয়েছেন শাদাব খান। কিছুটা লড়াই চালিয়ে যাচ্ছেন রিচি বেরিংটন। তার সাথে ক্রিজে আছেন অলরাউন্ডার মাইকেল লিস্ক।

পাকিস্তানের বিশাল রান তাড়া করাটা হয়তো আর সম্ভব হয়ে উঠবে না স্কটিশদের জন্য। তবে শেষ ম্যাচে প্রতিরোধ গড়ে ভালো ক্রিকেট খেলে সমর্থকদের আনন্দ দেয়ার যে বার্তা দিয়েছিলেন কাইল কোয়েটজার, তা রক্ষার জন্য লড়াই করে যাবে স্কটিশরা।

জয়ের জন্য এখনও স্কটল্যান্ডের দরকার ৩৬ বলে ১১৫ রান।

Exit mobile version