Site icon Jamuna Television

মোবাইল ফোন বিস্ফোরণে প্রাণ হারালেন কিশোরী

বাড়িতে মোবাইল চার্জে লাগিয়ে ফোনে কথা বলছিলেন, হঠাৎই প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলো ফোনটি। আর তাতেই অকালে প্রাণ হারালেন ১৮ বছরের এক কিশোরী।

উমা ওরাম নামের এই হতভাগ্য কিশোরী ভারতের উড়িষ্যা প্রদেশের খেরিকানি গ্রামে বাস করতেন। ফোনে চার্জ ফুরিয়ে যাওয়ায় তা চার্জে লাগিয়ে এক আত্মীয়ের সাথে কথা বলছিলেন তিনি। আকস্মিক বিস্ফোরণে হাত, বুক ও পায়ে আঘাত পান ওরাম। অচেতন অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায়, উমার হাতের ফোনটি ২০১০ সালে বাজারে আসা নোকিয়া ৫২৩৩ মডেলের। এ ঘটনায় নোকিয়া কোম্পানির একজন মুখপাত্র দুঃখ প্রকাশ করেছেন। বলেন, ফোন বিস্ফোরণে কিশোরীর মৃত্যুসংবাদে আমরা দুঃখিত।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version