Site icon Jamuna Television

নগদ ডলারের দাম বাড়লো আরও ২ টাকা

টানা তিন মাস ধরে ডলারের দর বাড়ছে। এই সময়ে আমদানি-রফতানি পর্যায়ে ডলারের দর ৯০ পয়সা বাড়লেও নগদ ডলারের দর বেড়েছে ২ টাকা। গত বৃহস্পতিবার ব্যাংকগুলো নিজেদের মধ্যে ১ ডলার ৮৫ দশমিক ৭০ টাকায় কেনাবেচা করে। বৈদেশিক বাণিজ্যের গ্রাহকদের কাছে এই ডলার বিক্রির সময় ৮৬ ও বিদেশ ভ্রমণকারীদের কাছে ৮৯ টাকায় নগদ ডলার বিক্রি করে ব্যাংকগুলো।

রেমিট্যান্সের প্রবাহ কিছুটা কমেছে, পাশাপাশি আমদানি বাণিজ্য দ্রুত বাড়তে থাকায় ডলারের চাহিদাও বাড়ছে। গত কিছুদিন হলো ডলারের দর কিছুটা ঊর্ধ্বমুখী, যা রফতানি আয় বাড়াতে ভূমিকা রাখছ তবে আমদানির ক্ষেত্রে চিত্র উল্টো।

চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে রফতানি বেড়েছে ২২ শতাংশ। আমদানিতে উচ্চ প্রবৃদ্ধি থাকলেও বাজারে ডলারের সংকট নেই। চলতি অর্থবছরে ১৫৮ কোটি ডলারের বেশি জোগান দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত ২৯ জুলাইয়ের পর থেকে ডলারের দর বাড়তে থাকে। ওই দিন ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার ছিল ৮৪ দশমিক ৮০ টাকা। এরপর এক পয়সা, দুই পয়সা করে ৯০ পয়সা পর্যন্ত দর বাড়ে।

Exit mobile version