কাশ্মিরে বাড়ির সামনেই তউসিফ আহমেদ নামে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, রোববার (৭ নভেম্বর) রাতে কাশ্মীরের শ্রীনগরের বাটামালু এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে তার মৃত্যু হয়। ঘটনার সময় ওই পুলিশ সদস্য তার বাড়ির কাছেই কর্তব্যরত ছিলেন।
এদিকে এ ঘটনায় শ্রীনগর এলাকাটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে রোববার (৭ নভেম্বর) রাত পর্যন্ত কোনো বিচ্ছিন্নতাবাদীর খোঁজ পাওয়া যায়নি।

