Site icon Jamuna Television

স্কুল প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থী খুনের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল ইসলামী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তপুকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ মোট ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করেন নিহতের মেজ ভাই আলিহীম মাসুদ। এর মধ্যে এজাহারনামীয় এক আসামি গ্রেফতারও করেছে পুলিশ। তবে মূল অভিযুক্তদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত শিহাবকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে সুমন ওরফে রগকাটা সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আসামিদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত কারণ জানা যাবে।

নিহতের ভাই ও মামলার বাদী আলিহীম মাসুদ বলেন, মূল আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। তবে আমরা আইনের প্রতি আস্থাশীল।

ইউএইচ/

Exit mobile version