অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে নিহত লন্ডনের এক ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। দুই সন্তানের পিতা পল মিলাচিপকে খোঁজা বন্ধ করে দিয়েছে পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশ। পার্থের পোর্ট বিচে সাঁতার কাটার সময় তিনি আক্রমণের শিকার হন। ব্যাপক অনুসন্ধান শেষে শুধুমাত্র তার একজোড়া গগলস পাওয়া গেছে।
দ্য আইরিস সানের প্রতিবেদনে জানা যায়, ১৫ ফুট লম্বা একটি হাঙর এই আক্রমণ চালায়। তবে কর্মকর্তারা বলছেন, এই আক্রমণে আরও কয়েকটি হাঙর জড়িত থাকতে পারে। ৫৭ বছর বয়সী পল মিলাচিপ পার্থে বসতি স্থাপনের আগে উত্তর লন্ডনের উইলসডেন এলাকার বাসিন্দা ছিলেন।
তার স্ত্রী একটি সংবাদ সম্মেলনে তাকে এক বিস্ময়কর বলে অভিহিত করেন। তিনি বলেন, শান্তিতে বিশ্রাম নিন পল। তিনি মারা গেছেন।
সংবাদ সম্মেলনে তিনি যে দুই কিশোর হাঙরের হামলা থেকে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেন তাদের অনেক প্রশংসা করেন। যখন হাঙরটি দ্বিতীয়বার আক্রমণ করে, তারা তখন অন্যান্য সাঁতারুদের সতর্ক করে।

