
ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোর জন্য ৩৯ কোটি ১১ লাখ মার্কিন ডলার সহায়তা ঘোষণা করলো ব্রিটেন।
স্কটল্যান্ডের গ্লাসগোতে আয়োজিত কপ-টুয়েন্টিসিক্স সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে এ ঘোষণা দেয়া হয়।
ঘোষণায় বলা হয়, সহায়তার এই অর্থ দেয়া হবে এশিয়া এবং প্রশান্ত মহাসারীয় আঞ্চলের ক্ষতিগ্রস্থ দেশগুলোকে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশও। তবে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে কিভাবে এই অর্থ ব্যয় করা হবে তা বিস্তারিত আলোচনার পরই জানানো হবে।
এবারের সম্মেলনে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত ১০০ বিলিয়ন ডলার সহায়তা দ্রুত দেয়ারও আহ্বান জানানো হয়। ব্রিটিশ সরকার জানায়, সহায়তার মধ্যে ২৭৪ মিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় ৩৭ কোটি ডলার পাবে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দরিদ্র দেশগুলো। এছাড়া উন্নয়নশীল দেশগুলোর জন্য বরাদ্দ ২ কোটি ডলার। এখন পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া কোনো দেশই আর্থিক সহায়তার আশ্বাস দেয়নি।



Leave a reply