স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:
সাংসদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনলেন পটুয়াখালীর নওমালা ইউনিয়ন পরিষদের এক স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী। সোমবার এক লিখিত অভিযোগে বলা হয়, পটুয়াখালী-২ (বাউফল) আসনের আওয়ামী লীগ দলীয় স্থানীয় সংসদ সদস্য আসম ফিরোজ সরকারি সফরে নিজ এলাকায় অবস্থান করছেন এবং দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
উল্লেখ্য, সেই স্বতন্ত্র প্রার্থী হলেন এলাকার বর্তমান চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদার। এমপি ফিরোজের চলমান সরকারি সফর বাতিলের দাবি জানিয়ে লাদেশ নির্বাচন কমিশনের সচিব ও পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে আবেদনও করেছেন তিনি।
এদিকে জানা গেছে, উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলাপ করতেই নিজ এলাকায় আ স ম ফিরোজ। সরকারি সফরসূচি অনুযায়ী তিনি ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর সকাল আটটা পর্যন্ত বাউফলে অবস্থান করবেন।
এই সফরের মাধ্যমে নিজ নেতাকর্মীদের নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছেন বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থী শাহজাদার। যদিও এ ব্যাপারে জানতে চেয়ে যোগাযোগ করা হলে মন্তব্য করতে চাননি এমপি।
Leave a reply