এক কাঁকড়ার মূল্য ৩৮ লাখ টাকা!

|

ছবি: সংগৃহীত।

সম্প্রতি জাপানে অনুষ্ঠিত হলো শীতকালীন সামুদ্রিক খাবারের নিলাম। সেখানে এবার বিশাল আকারের একটি পুরুষ তুষার কাঁকড়ার দাম পাঁচ মিলিয়ন ইয়েন বা প্রায় ৪৪ হাজার মার্কিন ডলার হাঁকা হয়েছিল। বাংলাদেশি টাকায় যার দাম পড়ে ৩৭ লাখ ৮১ হাজার ৩৮৫ টাকার মতো। এই মৌসুমে জাপানে প্রথম নিলামে রেকর্ড পরিমাণ দামে বিক্রি হলো কাঁকড়াটি।

এনএইচকে’র প্রতিবেদনে জানা যায়, জাপানের একটি সরাইখানা পরিচালনা কোম্পানির প্রধান শেফ নিলাম জিতে নেন কাঁকড়াটি। তিনি বলেন, করোনা মহামারির কারণে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে জেলেরা যে আপ্রাণ চেষ্টা করছেন তার জন্যই তিনি এটি কিনেছেন তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ থেকে।

প্রসঙ্গত, টোকিওতে প্রতিবছর শীতকালীন বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবারের নিলাম অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের নিলামে একটি কাঁকড়া বিক্রি হয় রেকর্ড পরিমাণ ৪৬ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৯ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply