স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে স্থগিত হলো পণ্যবাহী যানের ধর্মঘট

|

অবশেষে ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন মালিক সমিতির ডাকা ধর্মঘট স্থগিত হলো। ধর্মঘটের চতুর্থদিনে সোমবার রাত আটটায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মালিক-শ্রমিকপক্ষের এক বৈঠকের পর এলো এই সিদ্ধান্ত।

প্রাথমিকভাবে জানা গেছে, জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রেক্ষিতে ব্যবসায়ী গোষ্ঠীগুলোর সাথে বসে পণ্য পরিবহনের ভাড়া সমন্বয় করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআইকে তিনি অনুরোধ করবেন পণ্য পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের ব্যাপারে। মূলত এই আশ্বাসের সূত্র ধরেই অবসান ঘটছে চারদিনের অচলাবস্থার।

এর আগে গত বৃহস্পতিবার লিটারপ্রতি ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধির পর ঐদিন রাতেই ধর্মঘটের ডাক দেন পণ্য পরিবহন খাতের মালিক-শ্রমিকেরা। পরে তাদের সঙ্গে বাস-মিনিবাসের মালিক-শ্রমিকেরাও যুক্ত হন। গতকাল রোববার বাসের ভাড়া বৃদ্ধির পর গণপরিবহনের ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু তিনদফা দাবিতে চলতে থাকছিল পণ্য-পরিবহনের ধর্মঘট। তাদের দফাগুলো ছিল—জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার এবং সিটি করপোরেশন ও পৌরসভায় পণ্যবাহী যান থেকে টোল আদায় বন্ধ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply