দুবাইয়ে একটি পরিবারের পোষাপ্রাণী কুকুর হারিয়ে গেছে। শুরুতে কুকুরটি খুঁজতে এর মালিক এক হাজার দিরহাম পুরস্কার হিসেবে ঘোষণা করেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার টাকা। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এখন পর্যন্ত কেউ খুঁজে দিতে পারেননি কুকুরটিকে।
খালিজ টাইমসের প্রতিবেদনে জানা যায়, কুকুরটি খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছেন মালিক। এজন্য তিনি ঘোষণা করেছেন ছয় হাজার দিরহাম। যদি কেউ তার কুকুরটিকে খুঁজে দিতে পারেন তাহলে তাকে পুরস্কার হিসেবে ছয় হাজার দিরহাম বা ১ লাখ ৩৯ হাজার টাকা দেয়া হবে।
১০ বছর ধরে কুকুর লালন পালন করে আসছেন ওই বাড়ির গৃহকর্তা। হারিয়ে যাওয়া কুকুরটির নাম কাডলেস। প্রতিদিনের রুটিন অনুযায়ী, কুকুরটি রাত নয়টার দিকে স্থানীয় একটি পার্কে হাঁটতে বের হয়েছিল। কিন্তু এরপর আর বাড়ি ফেরেনি।
এদিকে প্রিয় কুকুরটি হারিয়ে দুশ্চিন্তায় রয়েছেন রিয়া সৌধি, কুকুরটি খুঁজে পেতে ঘোষণা করেছেন নগদ পুরস্কার। তিনি বলেন, নগদ অর্থ পুরস্কার ঘোষণা করায় অনেকে আমাদের সাথে কুকুরটি খোঁজার জন্য যোগ দেবেন।
Leave a reply