পোল্যান্ড এবং বেলারুশ সীমান্তে ভয়াবহ অভিবাসন সংকট

|

ভয়াবহ অভিবাসন সংকট দেখা দিয়েছে পোল্যান্ড এবং বেলারুশ সীমান্ত এলাকায়। কয়েক দিন ধরেই পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করছে বহু অভিবাসনপ্রত্যাশী। সেই ঢল ঠেকাতে নিজেদের সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে পোল্যান্ড।

পোল্যান্ড কর্তৃপক্ষের অভিযোগ, বেলারুশ সরকার জোরপূর্বক হাজার হাজার মানুষকে সীমান্তের দিকে পাঠিয়ে দিচ্ছে। এমনকি পোল্যান্ডে পৌঁছে দেয়ার জন্য তাদের সহায়তা করছে বলেও অভিযোগ করছে দেশটি।

সীমান্তে আশ্রয় নেওয়া বেশিরভাগই মধ্যপ্রাচ্য এবং এশিয়ার নাগরিক। তবে দুই দেশের কঠোর অবস্থানের কারণে দেশটির পূর্বাঞ্চলীয় সীমান্তে তৈরি হয়েছে মানবেতর পরিস্থিতি। অভিবাসনপ্রত্যাশীরা বলছেন, তীব্র শীতের মধ্যে শিশুসন্তান নিয়ে জঙ্গলে রাত কাটাতে হচ্ছে তাদের। নেই পর্যাপ্ত খাবারের ব্যবস্থা। অনেকের মৃত্যুও হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply