বন্যায় অচল ভারতের তামিলনাড়ু

|

ছবি: সংগৃহীত

ভারি বৃষ্টি-বন্যায় অচল ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। মঙ্গলবার (৯ নভেম্বর) পর্যন্ত রাজধানী চেন্নাইয়ে ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

জানা যায়, পানির তোড়ে আড়াই শতাধিক কুঁড়েঘর ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৭০টি স্থাপনা। বন্যায় ডুবে গবাদি পশু মারা যাচ্ছে- এমনটাও জানাচ্ছেন শহরবাসী। নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে দু’লাখের বেশি মানুষকে।

শনিবার (৬ নভেম্বর) সকাল থেকে চেন্নাই ও আশপাশের চারটি জেলায় হচ্ছে ভারি বৃষ্টিপাত। রাজ্যটিতে ২০১৫ সালের ভয়াবহ বন্যার এটিই রেকর্ড বন্যা পরিস্থিতি। জেলাগুলোয় দু’দিনের জন্য বন্ধ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতি মোকাবেলায়, সোমবার একদিনের জন্য সরকারি-বেসরকারি দফতরগুলো বন্ধ রাখার নির্দেশ দেন খোদ মুখ্যমন্ত্রী। ঘরে থেকেই দাপ্তরিক কাজ সারার তাগিদ দেন। বুধবার পর্যন্ত ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply