শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। সুবিধামতো সময়ে নতুন তফসিল ঘোষণা করে ওই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।
চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থীদের স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহারের অভিযোগ ওঠে। এরপর বিষয়টি নিয়ে যমুনা টেলিভিশনে ২৮ অক্টোবর একটি সংবাদ প্রচারিত হয়। ওই দিনই নির্বাচন কমিশন সচিবালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। পাঁচ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদনও দেয় কমিটি। এরপর স্থগিত করা হয় নির্বাচন।
২য় পর্যায়ে ১১ নভেম্বর নির্বাচনে শরীয়তপুর সদর উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ভোট হওয়ার কথা ছিল চিতলিয়া ইউনিয়নের।
Leave a reply